আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৩:৩৮ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২৩, ২:০০ পি.এম
আগুনে পুড়ে ছাই নরসিংদী বাবুরহাটঃ ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটী টাকা
বাংলাদেশের বৃহত্তম কাপড়ের বজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। দেশীয় কাপড়ের সর্ববৃহৎ পাইকারি বাজার এটি প্রায়ই এখানে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।
সর্বশেষ রোববার (২৯ অক্টোবর ২০২৩) রাত্রে পৌনে বারোটার দিকে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দাউদাউ করে পুড়ছে পাইকারি কাপড়ের বাজার। ইতিমধ্যে এখানে আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়েছেন। কিন্তু আগুন কিছুতেই থামছে না। বাজারের সব দিকে ছড়িয়ে পড়ছে আগুন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ডে আনুমানিক ৮০টি দোকানের ভিতরে সাত থেকে আটশ বিট ছিল, প্রতিটি বিটে ২০-৩০ লক্ষ টাকা থেকে প্রায় ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে কাপড় ছিল, আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটী টাকা।
নরসিংদী ফায়ার সার্ভিস এর উপ- সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রথমে দুইটি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করে পরবর্তীতে আরো পাঁচটি ইউনিট এখানে যুক্ত হয় মোট সাতটি ইউনিটের চেষ্টায় রাতের তিনটার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha