আজকের তারিখ : জুলাই ১৫, ২০২৫, ১২:৩৩ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৮, ২০২৩, ৮:৫৯ পি.এম
নরসিংদী রেলওয়ে স্টেশনে বিএনপি নেতাকর্মীদের ইট পাটকেলে তিন পুলিশ আহত ও আটক ৬০

নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা। এ সময় ইট পাটকেল এর আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়। এই ঘটনায় রায়পুরা থানা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ৬০ জনকে আটক করার তথ্য পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপি’র মহাসমাবেশে যোগদান করতে সকাল আনুমানিক আটটা থেকে সাড়ে ৮ টার দিকে শত শত নেতাকর্মী নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হন। কিন্তু পুলিশ এসে তাদের ঢাকা যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। ফলে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা কর্মীরা ট্রেন ও পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা।
তাদের ইট পাট কেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন, কনস্টেবল মশিউর রহমান, এসআই জয় বনিক, এস আই নাজমুল। এ সময় ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড শর্ট গানের গুলি ছুরে ।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, পুলিশের কর্তব্যরত কাজে বাধা দেওয়া, অপরাধ জনক বলপ্রয়োগ, মারধর করে আহত করা, বিস্ফোরন সংঘটনের ঘটনায় রায়পুরা থানা বিএনপি'র সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন সহ ৮১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নরসিংদী রেল স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকা থমথমে অবস্থা ও জনমনে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha