আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:৫০ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১৭, ২০২১, ৮:১৪ পি.এম
করোনা থেকে সুরক্ষা পেতে জেলা পুলিশের দোয়া মাহফিল

বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে ডঃ বেনজীর আহমেদ বিপিএম (বার) এর এক বছর পূর্তি ও করোনা থেকে সুরক্ষা পেতে নড়াইল জেলা পুলিশ এক দোয়া মাহফিলের আয়োজন করে।
আজ (১৭ এপ্রিল) দুপুরে নড়াইল পুলিশ লাইনস এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রবীর কুমার রায় আইজিপি ডঃ বেনজীর আহমেদের গত এক বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণকর যুগোপযোগী পরিকল্পনা ও দূরদর্শিতামুলক কর্মকান্ডের বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার (সিআইডি নড়াইল) । আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল নড়াইল) জনাব তানজিলা সিদ্দিকা।
সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) জনাব প্রনব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবি) জনাব মোঃ সোহানুর রহমান, সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জসহ সকল ইউনিটের পুলিশ সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে সম্প্রতি কয়েকটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে বিশেষ দক্ষতার পরিচয় দেওয়ায় সদর থানার অফিসার ইনচার্জসহ ডিবি’র কয়েকজন কর্মকর্তাকে আর্থিকভাবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে আইজিপি ডঃ বেনজীর আহমেদ বিপিএম (বার) এর এক বছর পূর্তি ও করোনা থেকে সুরক্ষা পেতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha