ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বকজুড়িঘাট এলাকায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় হাফিজ খান নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহবুবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের বকজুড়িঘাটের মধুমতি নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী। এ খবর জানতে পেরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আলফাডাঙ্গার হাফিজ খান (৪০) নামে বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন ওই ব্যবসায়ী।
একই আদালতে মাস্ক পরিধান না করার অপরাধে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের রাজু আহম্মেদকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহবুবুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha