রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মো ঃ জিল্লুল হাকিম বলেছেন, বিএনপি শুধু বন্ধ করতে জানে আর আওয়ামীলীগ চালু করে। বিএনপি ভাটিয়াপাড়া রেললাইন বন্ধ করে দিয়েছিলো, শত শত কোটি টাকা ব্যয়ে আওয়ামী লীগ তা চালু করেছে। বিএনপি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো, আওয়ামী লীগ তা চালু করেছে। বিএনপি দারিদ্র মানুষের জন্য কোন সুযোগ সৃষ্টি করেনি। আওয়ামী লীগ মানুষের সুযোগ সৃষ্টি করেছে। মানুষের সুযোগ সৃষ্টি টিকিয়ে রাখতে চাইলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর কালিকাপুর ইউনিয়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
আরশেদ আলী খাঁ মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু,কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম খায়ের, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আকমল হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।