আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৭:০৪ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৬, ২০২৩, ৫:০০ পি.এম
আমতলীতে বোনকে উত্ত্যাক্ত করার প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার উপর হামলা

বরগুনার আমতলীতে বোনকে উত্ত্যাক্ত করার প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতাকে মারধোরে করার অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগ করেন আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসফাক আহাম্মেদ ত্বোহা। তার লিখিত অভিযোগে জানা যায়, গত ২২/১০/২৩ তারিখ সপরিবারে আমতলী ব্লকে ঘুরতে যায় তোহা, তখন আমতলীর চিহ্নিত মাদক সেবিদের নেতা রিফাতসহ কিছু মাদকসেবি উপস্থিত ছিলো, তারা সেখানে বসে ইসফাক আহমেদ এর ফুপাতো বোনকে উত্ত্যাক্ত তখণ ইসফাক আহমেদ তোহা প্রতিবাদ করলে রিফাত ইসফাক আহমেদ তোহাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে ২৩/১০/২০২৩ তারিখ তোহা দুর্গা পুজা দেখার জন্য আমতলী সার্বজনীন দুর্গা মন্দিরে গেলে রিফাত ও তার সহযোগী একাধিক ইয়াবা মামলার আসামি ইমরান ওরফে আযাহার ইমরান পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে মারধোর করে তোহার পকেটে থাকা থাকা স্মার্ট ফোন ও মানিব্যাগে থাকে ১৯ হাজার ৭৫ টাকা ও কিছু জরুরি কাগজ পত্র ছিনিয়ে নিয়ে যায় ।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা রিফাত তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখেয়াত হোসেন তপু বলেন,এধরনের কোন অভিযোগ পাইনাই আভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha