ফরিদপুরের সালথায় সরকারি অফিসে হামলার ঘটনায় বাচ্চু শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাকে ছাড়াতে তার মেয়ে কাছে ৫০ হাজার টাকা দাবি করেন সোনাপুর ইউনিয়নের সোহেল রানা ফরহাদ। বিষয়টি জানার পর শুক্রবার রাতে সালথা থানা পুলিশ ফরহাদকে আটক করে থানায় নিয়ে আসে।
সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, হামলার ঘটনায় শুক্রবার সকালে রংরায়েরকান্দী গ্রামের বাচ্চুকে আটক করে পুলিশ। পরে বাচ্চুকে ছাড়ানোর কথা বলে তার মেয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে ফরহাদ। বিষয়টি পুলিশ জানার পর তাকে আটক করে বলে শুনেছি।
এ বিষয় সালথা থানার ওসি আশিকুজ্জামান বলেন, প্রতারণার অভিযোগে ফরহাদকে আটক করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫