আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১১:১৪ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৫, ২০২৩, ৭:৩৪ পি.এম
নড়াইলে এস এম সুলতান নৌকা বাইস উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত প্রেস ব্রিফিংএ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী প্রেস ব্রিফিং এ জানান, নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৪টি নৌকা অংশ গ্রহন করবে। পুরুষদের নৌকা শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু। এছাড়া মহিলাদের ৪টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। মহিলাদের নৌকা শেখ রাসেল সেতু থেকে বাঁধাঘাট পর্যন্তু।
ওইদিন দুপুরে শেখ রাসেল সেতুর নিচে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নড়াইল-২আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।এসময় আরও উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক পিপিএম(বার), পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু ও পৌরমেয়র আঞ্জুমান আরা।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, এনডিসি আসিফ উদ্দিন, সাংবাদিক আলমগীর দিদ্দিকী, আজিজুল ইসলাম, হুমায়ূন কবীর রিন্টু, জিয়াউর রহমান জামি প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha