আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৪, ২০২৩, ৮:৩৯ পি.এম
খোকসায় বিজয়া দশমীতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন

কুষ্টিয়ার খোকসায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা বিজয়া দশমীতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন এর মধ্যদিয়ে শেষ হয়েছে। সার্বজনীন এই সারদীয় দুর্গ উৎসরকে ঘিরে উপজেলার পদ্মানদী, গড়াই নদী ও হাওড় নদীসহ বিভিন্ন ঘাটে দূর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের মধ্যে খোকসা কালীবাড়ি, নিমতলা, কমলাপুর, শোমসপুর, ওসমানপুর, আমলবাড়িয়া, সিংঘরিয়া, একতারপুর ঘাটে বিভিন্ন পুজা মন্ডপ থেকে প্রতিমাগুলো নেওয়া হয়। এ সময় নদীর দুপারে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা পূর্ণাথী ও দর্শনার্থী জমায়েত হয়, প্রতিমা বিসর্জন উপলক্ষে নদী তীরে বসে গ্রামীণ মেলা। বিকেল থেকে ঘাটে প্রদশর্নী শেষে সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর নদীতে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। খোকসা গড়াই নদীর পাড়ে বসে প্রতিমা বিসর্জন ও গ্রামীন মেলা।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, ও পুজা উদযাপন পরিষদের সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মালাকার বিভিন্ন এলাকায় ঘুরে গ্রামীণ মেলা দেখেন এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের বিষয় খোঁজ খবর নেই। এবার খোকসায় ৬৪ টি পুজা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উৎসব মুখর পরিবেশে পালিত হয়। এবার ৬৪ টি পুজা মন্দিরের প্রতিমার মধ্যে পাঁচটি বাদে ৫৯টি পূজা মন্ডপের প্রথম দিনের শান্তিপূর্ণ পরিবেশে বিসর্জন দেওয়া হয়। পরদিন ৫টি প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস মাধব।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha