পদ্মায় গোসলে নেমে নিখোঁজের দুইদিন পর সড়কঘাট নামক এলাকার পদ্মা নদী থেকে শিশু সিয়াম হোসেন (৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ৭/৮ দিন আগে উপজেলার গোকুলপুর নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
রোববার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে গোকুলপুর তাহেরের ঘাট এলাকার পদ্মায় সহপাঠিদের সাথে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল সিয়াম হোসেন। এদিন রাজশাহীর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হন। সিয়াম হোসেন বাঘা পৌরসভার কলিগ্রামের মনোয়ার হোসেন পিন্টুর ছেলে।
মনোয়ার হোসেন পিন্টু জানান, পদ্মাপাড়ের লোকজন মরদেহ ভাসতে দেখে খবর দেন। পরে উদ্ধার করে সিয়াম হোসনকে সনাক্ত করা হয়। সে কালিদাশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়া শোনা করতো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha