রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা রাতে পাংশার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
কর্মকর্তারা সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময়ে পাংশা ভাই ভাই সংঘ সার্বজনীন মন্দিরের পূজা মন্ডপ, স্টেশন বাজার কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরের পূজা মন্ডপ ও নারায়নপুর দত্তপাড়া কল্যাণ সংঘ মন্দিরের পূজা মন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। ভাই ভাই সংঘ সার্বজনীন মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ।
ভাই ভাই সংঘ সার্বজনীন মন্দিরের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাসের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা প্রশাসক আবু কায়সার খানের সহধর্মিনী জিনাত আফরীন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ শারদীয় শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা বজায় রাখার গুরুত্বারোপ করেন।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মাস্টার, পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, পিআইও মো. আসলাম হোসেন, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক পাল, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha