প্রতি বছরের মত এবারেও সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে মহাসমারোহে পালিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বাঙ্গালী হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। এ উপলক্ষে সুইজারল্যান্ডের সর্ববৃহৎ শহর জুরিখে সাৰ্ব্বজনীন আনন্দলোক মিলন মন্দির এবং অলিম্পিক শহর লাউজানে বাঙ্গালী সংঘ ঐকতান কর্তৃক আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন এবং সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান।
দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে বাঙ্গালী হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হলেও বর্তমানে সুইজারল্যান্ড সহ ইউরোপের দেশগুলিতে বসবাসরত বাঙ্গালীরাও নিয়মিত জাঁকজমকের সঙ্গে দুর্গাপূজা পালন করে থাকেন।
শ্যামল খান বর্তমান সরকারের দৃঢ় অসাম্প্রদায়িক অবস্থান এবং সেইসাথে জননেত্রী শেখ হাসিনার দুর্নীতি দমন ও বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন বেপারী, সহ সভাপতি পারভেজ ভূইয়া, আয়োজক অনিল বনিক, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক আইয়ান জুনায়েদ, সাংস্কৃতিক সম্পাদক মুন বণিক, জয় চৌধুরী এবং সুইজারল্যান্ড শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম জুয়েল মল্লিক।
এছাড়াও লাউজানে উপস্থিত ছিলেন সহ সভাপতি বিপুল তালুকদার, বাঙ্গালী সংঘ ঐকতানের আয়োজক ও লাউজান আওয়ামী লীগের সভাপতি অশোক কুমার সরকার রবি, সমাজ কল্যাণ সম্পাদক সমিরন বরুয়া জিশু, দেব নাথ, স্বপন সাহা সহ আরো অনেকে।
এবারের জুরিখ এবং লাউজানে বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার এবং মিষ্টির সমাহার ছিল চোখে পড়ার মতো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha