আজকের তারিখ : জানুয়ারী ১৭, ২০২৫, ১২:৫৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৩, ২০২৩, ৮:২৯ পি.এম
রাজবাড়ীতে বজ্রপাতে একজন নিহত
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠে থাকা হাসিনা বেগম (২৭) নামের এক গৃহবধূর বজ্রপাতে মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত হাসিনা বেগম কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিয়া গ্রামের নিজাম শেখের স্ত্রী।
হাসিনা বেগমের প্রতিবেশী খোকন শেখ জানান, হাসিনা বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিম্নচাপের ফলে চলমান বৃষ্টির মধ্যে তাঁর ছেলে বাড়ির অদূরে মাঠের মধ্যে থাকা খালে মাছ শিকার করতে যায়। বিকেল ৪ টার দিকে হাসিনা বেগম ছেলেকে ডেকে আনতে মাঠের মধ্যে যান। ওই সময় হঠাৎ করেই বজ্রপাত হয়। স্থানীয়রা দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেহেদী হাচিনা পারভীন বলেন, বিকেলে বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় কামিয়া গ্রামে হাসিনা বেগম নামে এক গৃহবধূর বজ্রপাতে মৃত্যু হয়।
এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, এ বিষয়ে এখনো কোন নিউজ আসে নাই। বিষয়টি আমি জানি না। জানতে পারলে বিস্তারিত জানাবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha