কুষ্টিয়ার দৌলতপুরে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ছিল ভিড়।
গতকাল রবিবার ছিল শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী।
অষ্টমী পূজা গুরুত্বপূর্ণ পূজা। সকালে দেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজাও। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় ভোগ আরতি ও ১০৮টি মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়।
এদিকে মহাঅষ্টমীতেও সারা দেশের ন্যায় দৌলতপুরে উৎসাহ উদ্দীপনা ধর্মীয় ভাবগাম্ভীর্যে ১২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকের বাদ্য, কাশি ও উলু ধ্বনিতে মুখরিত দৌলতপুরের পূজামন্ডপগুলি। সব পূজা মন্ডপেই রয়েছে ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।
আজ সোমবার মহা নবমী এবং আগামীকাল মঙ্গলবার বিজয় দশমীর বিষর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব। শারদীয় দূর্গোৎসবকে সার্বজনীন ও নির্বিগ্ন করতে প্রতিটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ও স্বেচ্ছাসেবক।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।