চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামান্না আখতার ফাতেমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তামান্না আখতার ফাতেমা বেগপুর গ্রামের বাসিন্দা মোঃ ইসরাফিল হোসেনের মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিকেল ৪টার দিকে তামান্না আখতার ফাতেমা সবার আগোচরে বাসা থেকে বেড়িয়ে যায় এবং খেলার ছলে পাশ্ববর্তী পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায়। পরবর্তীতে তাকে পরিবারের ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করার এক পর্যায়ে পাশ্ববর্তী পুকুরে ভাসামান অবস্থায় তার মৃত দেহ দেখতে পেলে তাকে পুকুর থেকে উদ্ধার করে।
এ মৃত্যুর ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মৃত্যুর লাশ বাবা ইসরাফিল হোসেন নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫