আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে ৪৮ মন্ডপে শারদীয় দূর্গা উৎসবের আয়োজন করা হয়েছে।
উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবাণীপুর পূজা মন্ডপ গুলিতে দূর্গা প্রতিমা তৈরিতে কাঁদা মাটির কাজ এবং রং তুলির কাজ করা শেষ হয়ছে। শুক্রবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দূর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
পূজার্চনা শেষে আগামী ২৪শে অক্টোবর মঙ্গলবার প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে এবারের দূর্গা উৎসব শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের জন্য ব্যাস্ত পূজা সংশ্লিষ্টরা। ইতি মধ্যে কোন অপৃতিকল ঘটনা এরাতে প্রশাসনের পক্ষ থেকে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সদস্যগণ নিয়মিত টহল দিচ্ছে।
এছাড়া আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছেন। এ বছর আত্রাই উপজেলায় ৪৮টি মন্ডপে শারদীয় দূর্গা উৎসবের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha