বিদেশ থেকে রেমিট্যান্স নিয়ে ব্যাংকগুলোকে পূর্ববর্তী নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে দুই দিনের মধ্যে রেমিট্যান্স ছেড়ে দেওয়ার নির্দেশনা ছিল।
কিন্তু সম্প্রতি এ নিয়মের ব্যতয় ঘটছে বলে এক নোটিশে জানায় বাংলাদেশ ব্যাংক। ওই নোটিশে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে এই নিয়ম মানা হচ্ছে না।এমন এক সময়ে এই উদ্যোগ নেওয়া হলো যখন আমদানি বিলসহ অন্যান্য পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে দেশ বৈদেশিক মুদ্রার ঘাটতিতে পড়ছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসা কমে গেছে।
২০১৪ সালে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্স সংক্রান্ত বিধিমালা যে প্রণয়ন করেছিল, সেখানে বলা হয়েছিল, ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে দুই দিনের মধ্যে রেমিট্যান্স ছেড়ে দিতে হবে।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলোর পাঠানো তথ্য ও অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক আবার এ নির্দেশনা জারি করেছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে ১১ লাখ ৩৭ হাজার বাংলাদেশি চাকরির জন্য বিদেশে গেছেন।অথচ চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রেমিট্যান্স আয় বিগত অর্থবছরের তুলনায় ১৩ দশমিক ৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে চার দশমিক নয় বিলিয়ন ডলার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha