ইরাকে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীকে অবিলম্বে দেশটি ছেড়ে চলে যেতে বলেছে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তারা সতর্ক করে দিয়েছে, ইরাক না ছাড়লে মার্কিন ঘাঁটিগুলো হামলার মুখে পড়বে। খবর আল-জাজিরার।
সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। ইরাকের সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স বেশিরভাগের দায় স্বীকার করেছে।
ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে গাজা থেকে সরিয়ে নিতে বলেছে সশস্ত্র সংগঠনটি। সেই সঙ্গে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে।
সশস্ত্র সংগঠনগুলো বিবৃতিতে বলেছে, 'এগুলো কেবল তাদের জন্য সতর্কবার্তা। এখনো গুরুতর কাজ শুরু হয়নি। ইসরায়েল যদি গাজায় স্থল আক্রমণ শুরু করে, তাহলে জর্ডানের সঙ্গে সীমান্তের দিকে মনোযোগ সহকারে নজর রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha