দুর্গাপূজা চলাকালে চোখ কান খোলা রাখতে হিন্দু নেতাদেরসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আলম এমপি ।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে আড়ানী চকসিংগা গ্রামের নিজ বাড়িতে বাঘা ও চারঘাট উপজেলার পূজা উদযাপন কমিটির নেতাদের শাড়ি ও গেঞ্জি প্রদানকালে এ নির্দেশনা দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেছেন, আগের তুলনায় বর্তমান সময়ে পূঁজার সংখ্যা অনেক বেড়েছে । বাংলাদেশে অধিকাংশই দূর্গাপূজা হয় খোলা জায়গায়। সেহেতু চ্যালেঞ্জ রয়েছে। মন্ডপ ফেলে কেউ যেন ভোর রাতে বাড়ি চলে না যান। ২০২৩ সালে এই উৎসব যেন সবচেয়ে সুন্দর হয়।
দুই বছর আগে কুচক্রীদের কঠোর হাতে দমন করা হয়েছিল। বাংলাদেশকে নিয়ে এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করা হচ্ছে,কেউ যেন বাংলাদেশকে হেউ করতে না পারে। রাতের আধারে কাউকে যেন উসকে দেওয়া না হয়। এ বিষয়ে সকলকে সজাক থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশের ঐতিহ্যের অংশ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলে সকল স্তরের লোকজনের সাথে হিন্দু সম্প্রদায়ের লোকজনও মাহন মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে। পাকিস্তানীরা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করেছিল । শেষ পর্যন্ত সেটা সফল হয়নি।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। যে ধর্মের লোক হক না কেন, উৎসবে সবাই আনন্দ উপভোগ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ধর্মের লোকজন একে অপরের উৎসব ভাগাভাগি করে। হিন্দু স¤প্রদায়ের দুর্গোৎসবে যেন সবাই আনন্দে উপভোগ করতে পারে, সে ব্যাপারে আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।
জানা যায়, বাঘা ও চারঘাট উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মাঝে ৪ হাজার ৫৫০ পিচ শাড়ি ও ৫ হাজার ২৩৫ পিচ গেঞ্জি নারী-পুরুষের মাঝে উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন পান্ডে বাবু, চারঘাট উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাহুল কান্তি ঘোষ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha