আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ১১:৩৩ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২০, ২০২৩, ৬:২৭ পি.এম
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নাগেশ্বরী তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক রোচিত হামলা গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার বেলা দুইটায় ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নাগেশ্বরী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। বাদ জুম্মা শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বি,এস, সি মোড় ও বাস স্ট্যান্ড হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় গিয়ে শেষ হয়। এদিকে সমাবেশ কে সফল করতে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তৌহিদী জনতা সমাবেশ স্থলে উপস্থিত হয়।
এরপর সিরাজ মার্কেট ডাচ বাংলা ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিলটি এসে পৌঁছালে সংক্ষিপ্ত জনসভায় বক্তারা ইসরাইল বাহিনীর এই বরবচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
তারা বলেন ইসরাইলি বাহিনী কর্তৃক যুগের পর যুগ ফিলিস্তিনি মুসলিম সম্প্রদায়ের উপরেও নির্যাতন হলেও জাতিসংঘ এবং ওআইসি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তাদের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই।
তারা শুধু কথায় কথায় মানবতার আড়ালেও ফিলিস্তিনি জনগণদের উপর দীর্ঘদিন ধরে এই নির্মম অত্যাচারের কথা স্বীকার করতে লজ্জাবোধ করেন।
বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান। একই সাথে অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য জাতিসংঘের নিকট আহ্বান জানান সমাবেশে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলি ইহুদীদের হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মো. হাফিজুর রহমান, বাজার মসজিদের খতিব মুফতি মো. নজরুল ইসলাম, হামিউচ্ছুন্নাহ কাসিমুল উলুম কেরামতিয়া মাদরাসার মুহাদ্দিস মো. আব্দুণ মজিদ, সাবেক সহকারী অধ্যাপক রবিউল ইসলাম খান রবি, আলহাজ্ব মাহমুদ হাসান সোহেল, মুফতি মাওলানা মো. আব্দুল হান্নান কাসেমী,সাংবাদিক মোসলেম উদ্দিন, মাইনুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মোঃ প্রমুখ।
শেষে মুসলমানদের রক্ষা ও শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha