কুমারখালী উপজেলার চর সাদিপুর ইউনিয়নের চর ঘোষপুর এলাকায় শুরু হয়েছে পদ্মার তীব্র নদী ভাঙন। এতে ফসলি জমি, খেলার মাঠ ও চর ঘোষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ নতুন নতুন এলাকা হুমকির মুখে পড়েছে।
এরই মধ্যে বিদ্যালয়ের পুরাতন ভবনটিও নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গন প্রতিরোধে আজও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবার নতুন করে ভাঙ্গন শুরু হওয়ায় এলাকাবাসীর ঘুম হারাম হয়ে গেছে।
জমাজমি ও ঘর-বাড়ি হারানোর আশঙ্কায় তাদের দিন কাটছে চরম আতঙ্কে। নদীর কোলঘেঁষে অবস্থিত চর ঘোষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি রক্ষায় জরুরী ভিত্তিতে নদীতে পাকা বাঁধ নির্মাণ কিংবা বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের দবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষর্থী ও এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘নদী ভাঙনের কারণে চর সাদিপুর একটি প্রত্যন্ত এলাকায় পরিণত হয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ড ও শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।