নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় জামাত শিবিরের চার নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। নরসিংদীর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নরসিংদীতে গত ২৯/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদী মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ - ডি এর তদন্তে প্রকাশিত গ্রাফতারকৃত আসামিরা হল -১) মিজানুর রহমান (৩৮) পিতা আব্দুল ওয়াহিদ, সাং- হাই মারা থানা রায়পুরা জেলা নরসিংদী, জামাত কর্মী, ২) মুশতাক আহমেদ (২৫) পিতা অলিউল্লাহ সাং কালিয়াকুরি থানা মনোহরদী, জামাত কর্মী, ৩) মিনহাজ মিয়া (১৭) পিতা হক সাহেব সাং নেকজানপুর, আলোক বালি, জেলা নরসিংদী, সাথী, শিবির, ৪) মৃদুল হাসান সানি (১৯) পিতা তোফাজ্জল হোসেন মুরাদনগর আলোকবালি জেলা নরসিংদী।
নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ১৯/১০/২০২৩ ইং বিকাল তিনটা থেকে অদ্য ২০/১০/২৩ ইং সকাল দশটার মধ্যে, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল চৌকস অফিসার অভিযান পরিচলনা করে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী, গাবতলী, নরসিংদী রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকা সাপেক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যাহত থাকবে বলে নরসিংদী পুলিশ সুপার জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha