মাগুরায় 'সংবাদ উপস্থাপন ও লেখার কৌশল' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় অংশ নেন জেলার ৬০ জন সাংবাদিক।
সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর সদস্য সচিব দৈনিক সংবাদ ও এখন টিভির মাগুরা প্রতিনিধি রূপক আইচের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, দৈনিক প্রথম কথা পত্রিকার যুগ্ম সম্পাদক সুনীতি কুমার বিশ্বাস, সমকাল প্রতিনিধি কামরুল হাসান, এনটিভির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় সংবাদ কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব আনতে হলে দক্ষতা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই। মফস্বলে সাংবাদিকদের প্রশিক্ষণের সুযোগ খুবই সীমিত। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক সাংবাদিকদের প্রশিক্ষণের যে উদ্যোগ নিয়েছে সেটা খুবই প্রশংসনীয়। এ ধরণের উদ্যোগ বাস্তবায়নে আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।
কর্মশালায় সাংবাদিকদের সংবাদ উপস্থাপন ও সংবাদ লেখার কৌশলসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি'র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha