আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৯, ২০২৩, ৬:৩২ পি.এম
মুকসুদপুরে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

গোপালগঞ্জের মুকসুদপুরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া।
পরে মুকসুদপুর ফারুক খান মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন সেক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, মো. সিরাজুল ইসলাম মিয়া প্রমুখ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী বর্মকর্তা এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সরদার মজিবুর রহমান, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, দিগনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী, গোহালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মোচনা ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্যা, পশারগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মীর, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha