আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২০, ২০২৩, ১১:১৭ এ.এম
দোকানে দুর্ধর্ষ চুরিঃ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

নোয়াখালী দ্বীপ উপজেলার হাতিয়া সোনাদিয়া মানিক বাজারে এক দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে,শুক্রবার (২০ অক্টোবর ) দিনগত রাতের দিকে সোনাদিয়া মানিক বাজার মা বাবা বস্ত বিতানে এ চুরির ঘটনা ঘটে।
এব্যাপারে মা বাবা বস্ত বিতানে প্রোপাইটার মোহাম্মদ আশিকুল ইসলাম সোহেল বলেন,চোরের দল তার দোকানের তালা ভেঙ্গে নগদ ৮৮ হাজার টাকা এবং শাড়ি কাপড়, লঙ্গি কাপড়, জুতা ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়।
মানিক বাজার কমিটির সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন বলেন, বাজারে চুরির ঘটনাটি অনাকাঙ্খিত। আমরা পুলিশ কে এবং স্থানীয় চেয়ারম্যান কে খবর দিয়েছি । চুরির ঘটনাটির রহস্য উদঘাটন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।এর আগে ও মানিক বাজার কয়েক বার কয়েকটি দোকান চুরি হয়েছে।
এই ব্যাপারে স্থানীয় মেম্বার শাখাওয়াত হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন দোকানের তালা ভেঙে ভিতরে ডুকে নগদ টাকা শাড়ি কাপড়, লুঙ্গি কাপড়, জুতা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ আসছে বাকিটা তদন্ত করে দেখা যাবে।
এব্যাপারে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিসান আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha