জাতীয়ভাবে সারাদেশের ন্যায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ রাসেলের জন্মদিন “শেখ রাসেল দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এ বছর শেখ রাসেল জাতীয় দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে— “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়।”
বুধবার (১৮ অক্টোবর) বেলা দেড়টায় স্বাস্থ্য কমপ্লেক্সের আইএমসিআই কর্নারের সামনে শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়৷ র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শিউলী পারভিন ।
ডা. শিউলী পারভীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাসেল ঢালী।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মেহেদী হাসান, ডা. ফয়সাল ভূইয়া, ডা. সাবিনা ইয়াসমিন সুমি, ডা. জান্নাত আরা ঝুমা, ডা. শিরিন সুলতানা, ডা. শ্যামা মজুমদারসহ অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স-ব্রাদার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha