আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৭:২৩ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৬, ২০২৩, ৭:৫৪ পি.এম
বাঘায় ডেঙুতে কলেজ শিক্ষক ও ট্রাকচাপায় থ্রিহুইলার চালকের মৃত্যু

পৃথক ঘটনায় বাঘার দুইজন মারা গেছে। ডেঙুতে কলেজ শিক্ষক হাসনা বানু পারভীন ও ট্রাক চাপায় থ্রিহুইলার (সিএনজি) চালক তুহিন আহম্মেদ মনা মারা গেছেন। সোমবার (১৬ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসনা বানু পারভীন (৪৭) নামের এক শিক্ষক । তিনি তুলশিপুর গ্রামের বাসিন্দা ও মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার পদর্শক আবদুল মান্নানের স্ত্রী। হাসনা বানু পারভীনও একই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
আবদুল মান্নান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসআই পরীক্ষায় ডেঙগু শনাক্ত হওয়ার পর রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সোমবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে তুহিন আহম্মেদ মনা (২৭) নামে থ্রিহুইলার (সিএনজি) চালক মারা গেছে । রোববার (১৬ অক্টোম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাঘা-লালপুর মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া জামে মসজিদ সংলূগ্ন এলাকায় ট্রাক চাপায় মারা যান তুহিন আহম্মেদ মনা । সে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আহমোদপুর গ্রামের চমক আহম্মেদের ছেলে।
ওই গ্রামের সোহেল সরকার জানান, রোববার (১৬ অক্টোম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদীতে গ্যাস আনতে যাচ্ছিল। পথিমধ্যে বাঘা বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া জামে মসজিদের কাছে স্তুপ করে রাখা মাটিতে থ্রিহুইলার (সিএনজি) ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকে চাপা পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র নেওয়ার পর কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha