কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম গত সেপ্টেম্বর মাসে মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ ওসি হয়েছেন। এছাড়াও তিনি খুলনা রেঞ্জের মধ্যে তৃতীয় হয়েছেন।
মিরপুর থানা সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে কুষ্টিয়া জেলার মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মাসিক ক্রাইম কনফারেন্সে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
এছাড়াও তিনি খুলনা রেঞ্জের মধ্যে ওসি হিসাবে তৃতীয় স্থান অধিকার করেন। মিরপুর থানা সূত্রে আরও জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে মিরপুর থানায় ১৯টি মাদক মামলায় ২০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। যেখানে হেরোইন, ফেনসিডিল, গাঁজা,গাঁজার গাছ, টাপেন্টাডল, ইয়াবা ও দেশীয় মদ উদ্ধার করা হয়।
মিরপুর উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম বলেন, ইদানিং মিরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্মরণীয় পর্যায়ে আছে। আগে যেমন প্রতি বাড়িতে বাড়িতে প্রতি সপ্তাহে চুরি হত ওটা এখন বন্ধ আছে। আগে রাস্তাঘাটে ছোট-খাটো ক্রাইম হত সেগুলোও বন্ধ হয়ে গেছে। মিরপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মিরপুরের ওসি এসেছিল। কিন্তু মনে হয় এই একটি জায়গায় উনি পেরে উঠছেন না। এর পিছনে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মী জড়িত থাকে। এই একটি যাইগায় সমস্যা। তবে এই ওসির আমলে ওভারঅল ভালো আছি।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মিরপুরের মানুষ খুবই আন্তরিক। আমার থানার ওসি তদন্ত শফিকসহ সকল অফিসারদের সহযোগিতায় আজকের এ অর্জন। মিরপুরের মানুষের সহযোগিতায় চুরি ও ছোটখাটো ক্রাইম কমাতে পেরেছি। সামাজিক মামলার সংখ্যা অনেকটাই কমে এসেছে। মাদকের বিরুদ্ধে আমরা কাজ করছি। আমি যতদিন মিরপুরে আছি মাদকের বিরুদ্ধে সর্বোচ্চভাবে কাজ করে যাব।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha