সমাজসেবায় বিশেষ অবদানে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কর্তৃক স্বীকৃতি স্বরুপ ইন্টারন্যাশনাল পীচ এ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের আলফাডাঙ্গা ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল।
সম্প্রতি রাজধানীর আইডিইবি সেমিনার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবায় বিশেষ অবদানে তাকে পীচ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ প্রসঙ্গে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমাজসেবক সোহরাব হোসেন বুলবুল বলেন, ছোট বেলা মানুষের সেবা করে আসচ্ছি। কোনো পুরস্কার পাবো এ কথা কখনো মাথায় রাখিনাই। যে কোনো পুরস্কার কাজের গতি অনেকগুণ বাড়িয়ে দেয়।সদর ইউনিয়নবাসী আমাকে তাদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করেছে।এ পুরস্কার সদদ ইউনিয়নবাসীর পুরস্কার। আমি সুখ, দুঃখে তাদের পাশে আছি পূর্বেও তাদের পাশে ছিলাম।আমার কাছে মানুষের সেবা করাটাই বড় কিছু।
আমার প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সকল কর্মকান্ড আমাকে উৎসাহ দেয়। যে কোনো সমস্যা নিয়ে নেতার কাছে ছুটে গেলে অভিভাবক হিসেবে আমাদের পাশে দাঁড়ায়। আমার জন্য সবাই দোয়া করবেন। সারাজীবন এলাকাবাসীর সেবা করতে পারি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha