আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৬:১৪ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৫, ২০২৩, ১:২৩ পি.এম
ফরিদপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্ডবগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
আর দুর্গা পূজাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পূজা মন্ডবগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছু কিছু এলাকায় প্রতিমার মাটির কাজ সম্পন্ন হয়ে গেলেও বাকি রয়েছে রং এর কাজ।
এ ব্যাপারে আলিপুর সার্বজনীন পূজা মন্ডবে প্রতিমা রঙের কাজ করতে দেখা যায় সজল কুমার পালকে। তিনি জানান এ বছর তিনি মোট দশটির মতো প্রতিমার কাজ করছেন। ইতোমধ্যে চারটি প্রতিমার কাজ তিনি সম্পন্ন করেছেন। তার মতো পাল সম্প্রদায়ের অনেক লোকজন ই এবছর প্রতিমার কাজে হাত দিয়েছেন।
শেষ মুহূর্তের কাজে ব্যস্ত রয়েছেন তারা অন্যদিকে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শহরের কিছু এলাকার মন্দির গুলোতে আলোক সজ্জার কাজ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার নাগাদ বাকি কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। বিভিন্ন পুজো মন্দিরের হয় আয়োজকেরা জানান ।
এবছর সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপন করবেন তারা।
একই সাথে আবহাওয়া অনুকূল থাকলে ফরিদপুর শহর ছাড়াও আশেপাশের জেলা থেকে এবং শহরতলী থেকে অসংখ্য ভক্তবৃন্দ এ বছর পূজো উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha