কুষ্টিয়ার ভেড়ামারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সূত্রপাতে বসতঘরের ৫টি রুমে থাকা দামি বিভিন্ন জিনিষপত্রসহ পাট,ধান ও ভুট্টা ভস্মীভূত হয়ে গেছে। আজ রবিবার ভোর ৫টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
অগ্নি কান্ড ঘটনা সম্পর্কে ভেড়ামারা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, রবিবার (১৫ অক্টোবর) ভোর রাতে ভেড়ামারা উপজেলার কোদালিয়াপাড়া গ্রামের মৃত তৈয়জদ্দীনের ছেলে আব্দুল মজিদ ও হাবিবের বাড়িতে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
বাড়ির পাশের লোক সিয়াম, মিন্টু ও কাবের আলী ভোর ৫টার দিকে হঠাৎ দেখতে পাই আকাশে কালো ধুঁয়া বিজলি চমকাচ্ছে। তারা বাহিরে এসে দেখে পাশের বাড়ি আব্দুল মজিদ ও হাবিবের বসতবাড়িতে আগুনে দাউ দাউ করে জ্বলছে।
অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ বসতবাড়ির মালিক কৃষিব্যাংকের (অবঃ) কর্মকর্তা আব্দুল মজিদ জানায়, প্রতিবেশীর চিৎকারে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। আমি আমার শরীরে আগুনের তাপ অনুভব করতে পারি। দেখতে পাই পাশের কক্ষে আগুন জ্বলছে। মূূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাড়ির চর্তুদিকে ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে থাকা স্ত্রী ও ছেলে আবু নাসের কে দ্রুত উদ্ধার করলে তারা প্রাণে রক্ষা পাই। হতভম্ব হয়ে নীরবে দাঁড়িয়ে দেখা ছাড়া আমার কিছুই করার ছিল না। ক্ষতিগ্রস্ত এলজিইডি কর্মকর্তা হাবিব জানায়,ঘরে থাকা,নগদ টাকা, পাট,ধান,ভুট্টা, টিভি,ফ্রিরিজ ও দামি আসবার পত্রসহ সবকিছু আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছি। তার ভাষায় ক্ষতির পরিমান ১০লক্ষ্য টাকা বলে জানায়।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ১৫ অক্টোবর রবিবার ভোর ৫টা ৪০ মিনেটের সময় মোবাইলের মার্ধ্যেম খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে। তৎক্ষনিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় ২লাখ টাকা।
আগুনে পুড়ে ছাঁই ক্ষতিগ্রস্ত বাড়ি পরির্দশন করেছেন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন ।
কিছুক্ষণ আগে ঘটনা স্থল পরিদর্শন করলেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ও ভেড়ামারা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা আবুল হাশেম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha