আজকের তারিখ : মার্চ ১৬, ২০২৫, ৭:৪৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৪, ২০২৩, ১১:২৭ এ.এম
ফরিদপুরে শারদীয় আগমনী উপলক্ষে ধর্মীয় আলোচনা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নে আসন্ন শারদীয় আগমনী দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুরে ধর্মীয় আলোচনা, চন্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনাতন ধর্মালম্বী অসহায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
ফরিদপুর শারদীয় সংঘ আয়োজিত, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের ওয়েস্ট এন্ড পাড়া শ্রীশ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও চন্ডি পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।
শারদীয় সংঘ আহবায়ক ও জেলা পূজা উদযাপন কমিটির বিজ্ঞান ও গবেষনা সম্পাদক দীপঙ্কর দত্ত এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অমিতাভ বোস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীশ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির ট্রাস্টি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শ্রীশ্রী গৌরগোপাল বিগ্রহ মন্দির ট্রাস্টি শ্রী সজল কান্তি সিংহ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের নবাগত সাধারণ সম্পাদক ও পৌর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের শহর শাখার সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার।
ধর্মীয় আলোচক হিসাবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুরবরানন্দ মহারাজ, মহানাম সম্প্রদায়ের সদস্য শ্রীমৎ বন্ধু কিশোর বন্ধু প্রমুখ।
এ সময় পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও শারদীয় সংঘের সদস্যবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ গ্রন্থনা প্রকাশনা সম্পাদক জয় বিশ্বাস।
ধর্মীয় আলোচনা শেষে শারদীয় সংঘের উদ্যোগে ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলার দুই শতাধিক অসহায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha