আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৪, ২০২৩, ৫:৫৯ পি.এম
সমাজ ব্যবস্থা সুন্দর করনের জন্য হাজীদের এগিয়ে আসতে হবেঃ -আব্দুর রাজ্জাক খাঁন
![]()
কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন বলেছেন, সমাজ ব্যবস্থা সুন্দর করনের জন্য হাজীদের এগিয়ে আসতে হবে।
কারন হাজীরা সমাজের নেতৃত্ব দানের উপযুক্ত। তিনি শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় হাজী সম্মেলনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
কালুখালী আশরাফুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত সম্মেলন হাজী ওয়াজেদ আলী বিশ্বাস,হাফেজ আ: মালেক প্রমুখ বক্তব্য রাখেন। হাজী সম্মেলনের পর বালিয়াকান্দি উপজেলা বিএনপির নেতা কর্মীদের সাথে দলের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি সাবেক ইউপি চেয়ারম্যান মশিউল আযম চুন্নু, যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়ন কালে লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খাঁন বলেন, এখন দলের কঠিন সময় অতিবাহিত হচ্ছে, সকলকে সজাগ থেকে দলের জন্য কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha