আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৭:০২ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৪, ২০২৩, ১১:৫৪ এ.এম
আমতলীতে বেদে শিশুদের বর্ণমালা বই বিতরণ করলেন ধ্রুবতারার সদস্যরা

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলার আমতলী উপজেলা শাখার উদ্যোগে বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে বিনা মূল্যে বর্ণমালার বই ও খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার পৌরসভার পায়রা নদীর তীরে ব্লক পারে অবস্থিত বেদে পল্লীতে প্রায় অর্ধশতাধিক শিশুদের মাঝে বর্ণমালার বই ও খাবার বিতরণ করা হয়।
তারা জানান, শিশুদের বর্ণমালার সঠিক উচ্চারণ শেখাতে বর্ণমালার বই বিতরণ করা হয়েছে। বই পেয়ে বেদে শিশুরা খুবই উচ্ছ্বসিত হয়। প্রথমবারের মতো বই হাতে পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। ছোট ছোট বাচ্চারা বই পেয়ে বারবার বইয়ের পাতা উল্টিয়ে দেখছিল।
বই বিতরণের সময় উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য রুপা,ধ্রুবতারার আমতলী উপজেলার সভাপতি তন্নি জুলিয়া, সাধারণ সম্পাদক আল জাবের, কোষাধ্যক্ষ মহিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক তামান্না আক্তার, মিথুন কর্মকার, ইমরান হোসাইন,আয়সা,জুলিয়া আক্তার, কারিমা সহ অন্যান্য সদস্যরা।
এ সময় সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন, শিক্ষা বঞ্চিত বেদেপল্লিতে আমতলীতে এটাই প্রথমবার বিনামূল্যে বর্ণমালা বই বিতরণ করা হয়েছে। সে জন্য শিশুদের মা–বাবাও অনেক খুশি হয়েছেন। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha