কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, প্রবীণ নেতা ও ৯ নং রিফাইতপুর ইফনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু (৭০) আর নেই। ১৪ অক্টোবর শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)।
মরহুমের পারিবারিক সুত্র জানায়, শনিবার সকাল ৮ টার দিকে তিনি কুষ্টিয়া শহরস্থ বাসায় বুকে ব্যাথা অনুভব করেন। দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আব্দুর রশিদ বাবলু‘র নিজ বাড়ি উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাবলু বাজার এলাকায়। আজ (শনিবার) ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রবীণ নেতা আব্দুর রশিদ বাবলু‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন। মামুন বলেন, আমার বাবা সাবেক সাংসদ মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর বিশ্বস্ত সহযোদ্ধা ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর বাবলু চাচা আমাকে বিভিন্ন সময় নানা ধরণের পরামর্শ দিয়ে সহযোগীতা করতেন। তার মৃত্যুতে আমি আরেকজন অভিবাবক হারালাম। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫