ফরিদপুর-রাজবাড়ি সড়কের বাহিরদিয়া এলকায় গত রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় মহম্মদপুরের আবুল খায়ের (৫৫) নামের এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন। ব্যবসায়ীক কাজে ফরিদপুর জেলার শিবরামপুর এলাকায় যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আবুল খায়েরের ছেলে মুজাহিদ হোসেন জানান, গত ৮ অক্টোবর রবিবার ভোরে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে মহম্মদপুর থেকে বাসযোগে শিবরামপুর যাওয়ার সময় বাহিরদিয়া ব্রীজের কাছে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রæতগামী একটি ট্রাক তাকে স্বজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। বিকেলে লাশ হস্তান্তরের পর রাতেই তার দাফন তার দাফন সম্পন্ন হয়। আবুল খায়ের মহম্মদপুর উপজেলা সদরের মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।