কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ক্যাম্প ছাড়াও শত শত বসতিসহ সরকারী বেসরকারী স্থাপনা। অনেক আগেই নদীগর্ভে চলে গেছে দুটি আন্তর্জাতিক সীমানা পিলার। যার ফলে সীমানা নির্ধারনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিজিবিকে। এদিকে নতুন করে হুমকিতে আরো দুটি সীমানা পিলার।
পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা হলেও কোন সুফল আসছেনা। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এখানকার মানুষ।
ভারত সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের উদয়নগরর এলাকায় তীব্র নদী ভাঙনে বছরের পর বছর ধরে এই এলাকার জনপদ গ্রাস করে চলেছে পদ্মা নদী। এখন ভাঙন থেকে মাত্র ৫০ মিটার দূরে অবস্থান করছে উদয়নগর বিজিবি ক্যাম্প। আর ৪০ মিটার দূরে উদয়নগর প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও দোকান -পাট, হাট-বাজার, মসজিদ- মাদ্রাসাসহ অসংখ্য স্থাপনা হুমকির মুখে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুই বছরে নদী ভেঙ্গে এসেছে প্রায় দেড় কিলোমিটারের মতো। শত শত এক জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন মানুষ। ভাঙনে বারবার তারা নিজেদের বসতভিটা পিছিয়ে এনেছেন। আর এখন হুমকির মুখে পাড়েছে উদয়নগর বিজিবি ক্যাম্প। এই ক্যাম্প না থাকলে নিরাপত্তাহীনতায় এখানে বসবাস করতে পারবেন না বলে জানিয়েছেন এলাকার মানুষ।
স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি কর্তৃপক্ষও দাবি করছে স্থায়ী বাধ নির্মানের। ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান জানান, শত শত একর জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন এখানকার মানুষ। হুমকির মুখে পড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম খান জানিয়েছেন, নদী বেষ্টিত এই এলাকাসহ সীমান্ত রক্ষায় প্রয়োজন স্থায়ী বাধ নির্মানের। অনেক বছর আগেই নদীগর্ভে চলে গেছে দুটি আন্তর্জাতিক সীমানা পিলার। যার কারনে মাঝ নদীতে সীমানা নির্ধারনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিজিবিকে। তিনি আরো জানান,নতুন করে হুমকিতে পড়েছে আরো দুটি আন্তর্জাতিক সীমানা পিলার।
এখনই ব্যবস্থা গস্খহণ না করলে এই উদয়নগর এলাকা রুরোপুরি নদীগর্ভে হানিয়ে যাবে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প নেয়ার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, এই এলাকাসহ বিজিবি ক্যাম্প রক্ষায় প্রয়োজন স্থায়ী বাধ নির্মানের।এখনি স্থায়ী বাধ নির্মাণ সম্ভব না হলেও ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে দ্রুত সমস্যা নিরসনে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha