নারায়নগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ শাখার আয়োজনে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নারায়নগঞ্জ শিল্পকলা একাডেমিতে জাতীয় শ্রমিক লীগ নারায়নগঞ্জ শাখার আয়োজনে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাঁটা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
নারায়নগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহŸায়ক আবদুল কাদিরের সভাপতিত্বে জেলা শ্রমিক লীগের সদস্য ইঞ্জিঃ মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত মো.শাহিদ বাদল, নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, নারায়নগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর যুবলীগের সভাপতি মো.শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, সাবেক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল ও নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন, নারায়নগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মো.কামাল হোসেন ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো.আশরাফ উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha