ভারতে শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেটে নিজ নিজ দেশের দলকে উৎসাহ দিতে এবং ইউরোপব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে প্যারিসের উপকণ্ঠ সারসেল মাঠে অনুষ্ঠিত হয় অ্যাম্বাসি কাপ ক্রিকেট টুর্নামেন্টে।
বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রিলংকা ও ইংল্যান্ড অংশ নেয় এ টুনামেন্টে। টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ দূতাবাস। খেলায় মূলত দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ দলকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এসময় তিনি দূতাবাস এর টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ টিমের বিজয়কে ফ্রান্স কমিউনিটির জন্য উৎসর্গ করেন।
তিনি বলেন, এরকম টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সম্পর্ক স্থাপন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে। বিশেষ করে খেলাধূলার মাধ্যমে ঐক্যের যে বন্ধন তা আরো অটুট হবে। টুর্নামেন্ট উপলক্ষে সকল দূতাবাসের কর্মকর্তারা পরিবার-পরিজন নিয়ে মাঠে উপস্থিত ছিলেন। এ সময় খেলার মাঠ পরিণত হয় মিলন মেলায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha