আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৫:৩৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১১, ২০২৩, ৩:৩১ পি.এম
ভুরুঙ্গামারী দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন
ভুরুঙ্গামারীতে দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসার পরিচালক প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রকে মধ্যযুগীয় কায়দার অমানুষিক নির্যাতন ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় উত্তেজিত জনতার মাদ্রাসা ঘেরাও করে শাস্তির দাবী।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার পুর্ব কলেজ মোড় দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসায়।
জানাগেছে কয়েক বছর পুর্বে দেওয়ানের খামার গ্রামের সোহরাব হোসেনের পুত্র মুফতী মতিউর রহমান একটি বাসা ভাড়া নিয়ে দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা নামে একটি আবাসিক মাদ্রাসা চালু করে। সেখানে পড়াশোনা করতে আসা ছাত্রদের প্রায় সময়ই সামান্য ভুলভ্রান্তির কারনে ছাত্রদের মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে কাউকে জানালে মাদ্রাসা থেকে বহিঃস্কারের ভয়ভীতি প্রদর্শন করতো।
এদিকে গত ৮ অক্টোবর রবিবার ভুরুঙ্গামারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ভুরুঙ্গামারী ক্বওমী ওলামা পরিষদের ইসলামী মহাসম্মেলনে বক্তাদের ওয়াজ ভিডিও করতে মাদ্রাসার উর্দু ফার্সী কিতাবখানা বিভাগের ছাত্র একই উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামের হতদরিদ্র কাঠমিস্ত্রী আনোয়ার হোসেনের পুত্র শামীম হোসেন (১৭) বাড়ি থেকে মোবাইল ফোন আনে।
১০ অক্টোবর মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার সময় শামীম হোসেন মোবাইল ফোনে ওয়াজ শোনার অপরাধে মাদ্রাসার পরিচালক প্রধান শিক্ষক মুফতী মতিউর রহমান ছাত্র শামীমকে তার খাস কামরায় ডেকে নিয়ে তার আরেক সহয়োগী মুফতী সাইফুল্লাহর উপস্থিতিতে মধ্যযুগীয় কায়দায় বাঁশের বাকলা দিয়ে এলোপাথারী মারপীট করে রক্তাক্ত জখম করায় শরীরের বিভিন্ন স্থান ফেটে রক্ত ঝড়তে থাকে।
এ সময় নির্যাতনের শিকার শামীমের আর্তচিৎকারেও মারপীট করতে থাকে ঐ প্রধান শিক্ষক মুফতী মতিউর রহমান। শুধু তাই নয় মারপীটের পর রক্তাক্ত শামীমের নিকট স্ট্যাম্প কেনার টাকা দাবী করলে টাকা দিতে না পারায় আবারও মারপীট চালায় নরপিশাচ মুফতী মতিউর রহমান। পরে নিজেই একটা সাদা স্ট্যাম্প এনে জোর করে স্বাক্ষর নেয় এবং ঘটনা কাউকে বললে মাদ্রাসা থেকে বহিঃস্কারের ভয়ভীতি দেখিয়ে নজরদারীতে রাখেন।
এদিকে শামীম হোসেন রক্তাক্ত অবস্থায় সকলের অজান্তে তার এক খালার বাড়িতে গিয়ে রক্তাক্ত শরীর দেখান এবং বাড়িতে সংবাদ দিতে বলেন। তার খালা বাড়িতে সংবাদ দিলে তার পিতামাতা এসে শামীমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় ছাত্রকে অমানুষিক মারপীট করে রক্তাক্ত করার ঘটনায় উপস্থিত শত শত জনতা মাদ্রাসা ঘেরাও করে ঐ নরপিশাচ মুফতী মতিউর রহমানের শাস্তি দাবী করে মাদ্রাসার মেইনগেটে অবস্থান নেয়ার সময় পিছনের গেট দিয়ে মুফতী মতিউর রহমান পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ।
পরে নির্যাতনের শিকার শামীম হোসেনের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে মাদ্রাসার পরিচালক প্রধান শিক্ষক মুফতী মতিউর রহমান ও তার সহযোগী মুফতী সাইফুল্লাহর নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
শামীম আরও জানায় প্রায় সময়ই উক্ত প্রধান শিক্ষক ছাত্রদের কারনে অকারনে মারপীট করে এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখে। আজকে উপজেলার সদর ইউনিয়নের ঈশ্বরবরুয়া গ্রামের হেফজখানা বিভাগের শামীম ও নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া গ্রামের ইমরান হোসেনকে মোবাইলে ওয়াজ দেখার কারনে বাঁশের বাকলা দিয়ে মারপীট করেছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha