আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৮:০৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১১, ২০২৩, ১:৫৩ পি.এম
নড়াইলে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেটের উদ্বােধন

নড়াইলে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনুর্ধ-১৭) শুরু হয়েছে।
বুধবার (১১ অক্টােবর) সকাল ১০টায় বীরশ্রেষ্ট নূর মােহম্মদ ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযােগিতার উদ্বােধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মােহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে উদ্বােধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মাে: আনােয়ার হােসেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা কমাড্যাট বিকাশ চদ্র দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নড়াইল সরকারি বালিকা উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মা: হায়দার আলী, জেলা মাদকদ্রব্য নিয়্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাে: নজরুল ইসলাম, বীরমুক্তিযােদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ক্রীড়া অফিসার মাে: কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দাস সহ অনেকে।
নড়াইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়ােজনে যুব ও ক্রীড়া ম্ত্রণালয়ের ক্রীড়া পরিষদের পৃষ্ঠপােষকতায় ২দিনব্যাপী এই টুর্নামেন্ট বালক-বালিকা ২টি গ্রুপ জেলার ৩টি উপজেলা ও নড়াইল পৌরসভা সহ মােট ৮টি দল অংশগ্রহণ করছে।
উদ্বােধনী দিনের খেলায় বালিকা গ্রুপ লােহাগড়া উপজেলা দল টাইব্রেকারে ৫-২ গােলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে। এছাড়া বালক গ্রুপের খেলায় লােহাগড়া উপজেলা দল ৩-২ গােলে নড়াইল সদর উপজেলাকে পরাজিত করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha