আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১২:০৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১০, ২০২৩, ৫:৩৯ পি.এম
নলছিটিতে শিক্ষার্থীদের নকলে বাধ্য করায় মাদ্রাসা শিক্ষককে শোকজ
ঝালকাঠির নলছিটিতে অনৈতিক ভাবে শিক্ষার্থীদের নকল করতে বলায় নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আইসিটি শিক্ষক মোঃ মূসা হাওলাদারকে শোকজ করা হয়।
জানা গেছে, উপজেলার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আইসিটি শিক্ষক মোঃ মুসা হাওলাদার গত ৮ অক্টোবর নবম শ্রেণির (ভোকেশনাল) শিক্ষার্থীদের নকলে সহায়তা করতে ম্যাজিষ্ট্রেট,,আনসার ও বিডিআর নিয়ন্ত্রনের জন্য জনপ্রতি এক হাজার নয়শো (১৯০০) টাকা করে নিয়ে আসতে নির্দেশ দেন।
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে টাকা না আনার প্রেক্ষিতে ৯ অক্টোবর ঐ শিক্ষক বেত দিয়ে শিক্ষার্থীদের বেদম প্রহার করেন । শিক্ষার্থীরা গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে। বিষয়টি সর্বমহলে জানাজানি হলে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে গেলে তাদের মোবাইল জব্দ করে এবং শিক্ষার্থীদের বিভিন্নমূখী ভয়-ভীতি প্রদর্শন করা হয়।
এ বিষয়ে নলছিটি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক অত্র মাদ্রাসার অধ্যক্ষকে তার কার্যালয়ে ডেকে নিয়ে ওই শিক্ষককে শোকজ করতে বলেন এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বদরুল আমিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করার নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha