আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:২০ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১০, ২০২৩, ৭:৪৯ এ.এম
নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা তারিখ পরিবর্তন করা হয়েছে
নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এস সুলতানের জন্মবার্কী উপলক্ষে আগামী ১৪ আক্টোবর অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী “এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ আগামী ২৮ অক্টোবর।
জেলা প্রশাসকের ফেসবুকের মাধ্যমে জানানো হয়েছে। সোমবার রাত ১০টায় তিনি একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, “জরুরি নোটিশ” সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ অক্টোবর ২০২৩ অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী এস. এম. সুলতান নৌকা বাইচ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ ধার্য্য করা হয়েছে ২৮ অক্টোবর ২০২৩ বেলা ০২:০০ ঘটিকা। ধন্যবাদ
জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী বলেন, আগামী ১৪ অক্টোবর নির্বাচন কমিশনে জরুরী মিঠিং এর কারনে আমি এবং পুলিশ সুপার নড়াইলে না থাকার কারনে আগামী শনিবার বিকালে আগামী ২৮ অক্টোবর ঐতিহ্যবাহী এস. এম. সুলতান নৌকা বাইচের নতুন তারিখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha