ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রধান প্রধান সড়কে এখন সুবিশাল দৃষ্টি নন্দন তোরণ, ব্যানার, ফেস্টুন আর ডিজিটাল ডিসপ্লে। এর সবকিছুতে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বার্তা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও নেয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগও। দলটির নেতাদের দাবি জনসভাস্থল ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়ামসহ গোটা এলাকায় দুই লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়ছে। আর এই সভাটিকে সফল ও নিচ্ছিন্দ্র নিরাপত্তা দিতে চার স্তরে চার হাজার নিরাপত্তারকর্মী নিয়োজিত থাকবে।
অতিরিক্তপুলিশ সুপার মোহাম্মদ ইমদাত হোসাইন জানিয়েছেন, সরকার প্রধানের জনসভাস্থল ও রেল জংশন এলাকায় চার স্তরের বিভিন্ন দিকে ৪ হাজার নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবে ।
তিনি বলেন ‘পুলিশ ও সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি র্যাবের বিভিন্ন টিম গুরুত্বপূর্ণ পয়েন্টে টহলরত অবস্থায় থাকবেন। ইতোমধ্যেই সমাবেশস্থলসহ জংশন এলাকায় নিরাপত্তা চাদড়ে ঘিড়ে ফেলা হয়েছে। আইশৃঙ্খলা বাহিনী নিয়মিত পোষাকের পাশা-পাশি সাদা পোষাকে থাকবে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে ট্রেন চলাচলে নতুন সংযোগে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পদ্মা ব্রীজ থেকে শুরু করে ফরিদপুর অংশে রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জায় সেজেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন স্থাপনা। সাজসজ্জার অংশ হিসেবে সড়ক জুড়ে টাঙানো হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র ব্যানার ও ফেস্টুন। এ ছাড়া বিভিন্ন পদধারী নেতাদের বড় বড় ব্যানার ও সরকারের উন্নয়নের চিত্র শোভা পাচ্ছে বিভিন্ন মোড়ে, রাস্তার পাশের দেয়াল ও গাছে গাছে।
এদিকে বৈরী আবহাওয়া সত্তেও গত এক সপ্তাহ যাবত জনসভা উপলক্ষে প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছে। এই জনসভাকে কেন্দ্র করে জেলার চারটি সংসদীয় আসনের সকল ইউনিটের আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ জানিয়েছেন, ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমরা দিনরাত জনসভাকে সফল করতে নিরলস ভাবে কাজ করেছি। আমাদের লক্ষ্য জনসভাস্থল ও আশ-পাশ এলাকায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটানো।
তিনি বলেন, নৌকার আদলে প্রধানমন্ত্রীর সভাস্থলের মঞ্চ নির্র্মান কাজ শেষ হয়েছে।
ফরিদপুর-৪ সংসদীয় আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্রাহ বলেন, নেত্রী ফরিদপুরে আসবে, ফরিদপুর তার জেলা তিনি যা আমাদের দিয়ে জান তাতেই আমরা খুশি।
তিনি দাবি করেন, এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সাধারন মানুষ নেত্রীকে ভাল বেশে ছুটে আসবে তার কথা শোনার জন্য।
ফরিদপুর আবহাওয়া অফিসের ইনর্চাজ জাহাঙ্গীর হোসেন, আগামীকাল ফরিদপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভবনা রয়েছে। তবে এই দিন বৃস্টির সম্ভবনা কম।
উল্লেখ্য, বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফরিদপুরে সর্বশেষ ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজে জনসভায় বক্তব্য দেন ২০১৭ সালের ২৯ মার্চ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha