আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১১:০৬ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৯, ২০২৩, ২:৫১ পি.এম
বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর পৌর শাখার যৌথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর পৌর শাখার উদ্যোগে যৌথ সভা আজ সোমবার বেলা ১১ টায় ফরিদপুর শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগামীকাল ভাঙ্গায় জন সমাবেশ সফল করার লক্ষ্যে উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র অমিতাভ বোস, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান মুরাদ, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ শেখ, ফারুক হোসেন বি এম রানা প্রমূখ।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এছাড়া আগামীকাল ভাঙ্গায় অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী জনসভায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha