আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:৪৮ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৯, ২০২৩, ১২:১৩ পি.এম
কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল শুরুর আগে আটক-১৯, নিন্দা জামায়াতের

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম- ওলামাদের মূক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরুর প্রাক্কালে, সরকারের অনুগত পুলিশ, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ১০জন, কুড়িগ্রাম সদর থেকে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কর্মপরিষদ সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের নমিনি এডভোকেট ইয়াছিন আলী সরকারসহ মোট-১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে তীব্র নিন্দাজানিয়ে বিবৃতিতে বলা হয়- কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত সহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম- ওলামাদের মূক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রাম জেলার বিক্ষোভ মিছিল শুরুর প্রাক্কালে, তাবেদার সরকারের অনুগত পুলিশ বাহিনী শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি, জেলা কর্মপরিষদ সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের নমিনি এডভোকেট ইয়াছিন আলী সরকার সহ, ১৯ জন নেতা-কর্মীকে বিনা কারণে গ্রেফতার করেছে।
উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এড. ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতাকর্মীকে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের শুরুর সময় অন্যায় ভাবে গ্রাফতার করেছে । এ ধরনের গ্রাফতার আওয়ামী সরকারের ফেসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ! বিবৃতিতে অনতিবিলম্বে গ্রাফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতারা।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় নি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha