আজকের তারিখ : মার্চ ১৬, ২০২৫, ৪:৪৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৯, ২০২৩, ১১:১৯ এ.এম
ফরিদপুরে সিভিল সার্জনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর জেলায় এইচ পি ভি ঠিকাদান ক্যাম্পেইন পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ১৫ই অক্টোবর হতে এক মাসে ১৮ দিন কর্ম দিবসে এ কার্যক্রম পালিত হবে।
এই সময়ে ফরিদপুর জেলার মোট ১৫০১ শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণী সমমানের ছাত্রীদের এবং কমিউনিটিতে নিয়মিত ১৯০১ টি টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছরের বয়সের সকল কিশোরীদের (শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত) এক ডোজ এইচপি টিকা প্রদান করা হবে।
উক্ত এইচপিভি ক্যাম্পেইন সফল বাস্তবায়নের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের ব্যাপক প্রচারের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা হয়েছে। উক্ত কর্মসূচি সফল করার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণীর সমমানের ছাত্রীদের সংখ্যা ১০০৯২৫।
১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী দের সংখ্যা (শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত) ৯২৬২ মোট কিশোরী ১১০১৮৭, মোট উপজেলা নয়টি মোট পৌরসভা ছয়টি মোট ইউনিয়নের সংখ্যা ৭৯ টি, মোট টিকাদান কেন্দ্রের সংখ্যা ১৯০১ টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha