বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ্যাড. লিয়াকত সিকদার বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই ‘খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে’। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে।
রোববার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বারাশিয়া ফুটবল একাডেমি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এ কথা বলেন।
আলফাডাঙ্গা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ মাহিদুল হক মাহীর সঞ্চালনায় ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড.লিয়াকত সিকদার আরও বলেন, বাংলাদেশ এতো উন্নয়ন হয়েছে, তা কিন্তু এই তরুণ প্রজন্মের জন্যই। খেলাধুলা মানসিক মূল্যেবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুুর রহমান মুক্ত, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিম, বোয়ালমারী উপজেলার ৮নং শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইস্রাফিল মোল্যা, রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আজিজার রহমান ও মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তন্ময় উদ্দৌলাসহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ দলীয় ফুটবল ফাইনাল খেলায় বোয়ালমারী সহস্রাইল বেনজির ফুটবল একাদশ আলফাডাঙ্গা টিটা ফুটবল একাদশকে এক গোলে পরাজিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha