কুষ্টিয়ার খোকসায় শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের একাদশ (সাধারণ ও বি এম) শ্রেণীর পাঠ্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে কলেজের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জিল্লুর রহমান।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান।
আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধাক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যাপক তাফিকুল ইসলাম,খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, অধ্যাপক শাহাদত হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য প্রিন্স প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও নবাগত ছাত্র ছাত্রীগণ। প্রধান অতিথি বলেন শিক্ষার ব্যাপারে কোন ছাড় নয় ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত ক্লাসে আসতে হবে এবং ক্লাস করতে হবে। তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন শিক্ষাঙ্গন একটি পবিত্র স্থান তাই এর পবিত্রতা বজায় রাখার দায়িত্ব তোমাদের।
তিনি বলেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে এবং নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে তোমাদের কাছে এটাই আমার চাওয়া। তিনি এ ব্যাপারে শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট