বৃহত্তর দুই রাজনৈতিক দলের অপ- রাজনীতি থেকে মুক্তি দিতে। নরসিংদী সদর ১ আসনের সকল জনগনের দোয়া ও সমর্থন প্রত্যাশী। এডভোকেট আরিফ, জাকের পার্টি নরসিংদী। দয়াল রাসুল (সা:) এর আদর্শ বাস্তবায়ন করাই রাজনৈতিক উদ্দেশ্য।
বাংলাদেশের একমাত্র অহিংস রাজনৈতিক নেতা জাকের পার্টির চেয়ারম্যান, আলহাজ্ব খাজা মোস্তফা আমীর (ফয়সল ভাই) সরকার গঠন করলে। সাধারণ জনগন তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে বলে বিশ্বাস করেন।
তাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর ১ আসনে জাকের পার্টির সর্বস্তরের জনগনের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
জাকের পার্টির, মোহাম্মদ আরিফুল ইসলাম ভূইয়া, এডভোকেট, জজ কোর্ট, নরসিংদী। সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি আইনজীবী ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি। আজীবন সদস্য, নরসিংদী জেলা রেডক্রিসেন্ট। নরসিংদী জেলা আয়কর সমিতির সদস্য। ব্রাক্ষ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস, এস, সি এবং ঢাকা কলেজ থেকে এইচ, এস, সি পাশ করেন। অত:পর নরসিংদী সরকারি কলেজ থেকে বি,কম পাশ।
প্রাইম বিশ্ববিদ্যালয়, মিরপুর, ঢাকা থেকে এল,এল,বি পাশ করেন। অন্তে, বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত হইয়া বর্তমানে, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে জজ কোর্ট নরসিংদীতে আইন পেশায় নিয়োজিত আছেন। ব্রাক্ষ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন স্কাউট লীডার হিসেবে, ১৯৮৮ইং সালের বন্যায় বন্যার্থ জনগনের ত্রান কার্য পরিচালনা করেছেন। নরসিংদীতে দুইটি ট্রেনের মুখোমুখি দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছিলেন ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছিলেন।
২০১৮ইং গত সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী সদর আসনে গোলাপ ফুল মার্কায় নির্বাচন করেছিলেন। অবশেষে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন, এডভোকেট আরিফ, জাকের পার্টি নরসিংদী।